ক্রেডেল ক্যাপ (Cradle Cap)
নবজাতক এবং ছোট বাচ্চাদের মাথায় খুশকি জমে আস্তরণ হয়ে আছে রকম একটা সমস্যা প্রায়শই দেখা যায়। জায়গাটা শুষ্ক বা তেলতেলে হতে পারে। খসখসে, হলদেটে বা সাদা এবং পুরু হয়ে যায়। এই সমস্যাটিকে ক্রাডেল ক্যাপ বলা হয় যেটা আসলে সেবোরিক ডার্মাটাইটিস এর একটা রূপ। কিছু ক্ষেত্রে এটা চোখের পাশে ভ্রুতেও হতে পারে।
ক্রেডেল ক্যাপ কী?
মাথার ত্বকে হলদেটে বা সাদা, খসখসে এবং পুরু আস্তরণ জমে যায়।
তেলতেলে বা শুষ্ক হতে পারে।
কিছু ক্ষেত্রে এটি চোখের পাশে ভ্রুতে বা মুখের আশেপাশেও দেখা যেতে পারে।
সাধারণত বাচ্চাকে কোনো কষ্ট বা চুলকানি দেয় না এবং ছোঁয়ায় সংক্রমণ হয় না।
লক্ষণ সমূহঃ
মাথার ত্বকে সাদা বা হলদেটে আস্তরণ
খসখসে চামড়া
চুলে ছোট ছোট আস্তরণ জমে থাকা
চোখের পাশে বা ভ্রুতে আংশিক ছড়ানো
ক্রেডেল ক্যাপের কারণ
মাতৃ হরমোনের প্রভাব: মায়ের শরীরের হরমোন নবজাতকের ত্বকে ট্রান্সফার হয়ে তৈল গ্রন্থি থেকে অতিরিক্ত সেবাম (তেল) উৎপন্ন করে।
কিছু ক্ষেত্রে ফাঙ্গাল (ফাঙ্গাস) সংক্রমণ এর সাথেও সম্পর্ক থাকতে পারে।
প্রাথমিক যত্ন ও হোম কেয়ার
অলিভ অয়েল ব্যবহার করুন:
গোসলের আগে মাথার আস্তরণযুক্ত স্থানে হালকা করে অলিভ অয়েল দিন।
5–10 মিনিট রাখার পর নরম হয়ে আসা আস্তরণ হালকা চিরুনী দিয়ে সরান।
হালকা গোসল: বেবী শ্যাম্পু দিয়ে নিয়মিত ধুয়ে দিন।
ফাঙ্গাল ক্রিম (প্রয়োজনে):
ফানজিডাল এইচসি ক্রিম আক্রান্ত স্থানে ২ বেলা ৭-১০ দিন ব্যবহার করুন।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে পুনরায় ব্যবহার করা যেতে পারে।
চুল ও ত্বকের যত্ন:
খুব শক্তভাবে ঘষবেন না।
অতিরিক্ত তেল ব্যবহার এড়ান।
কখন ডাক্তার দেখাবেন?
ক্রেডেল ক্যাপ সংক্রমিত বা লাল হয়ে গেলে
চুল একদম পড়ে যাওয়া বা চুলকানি দেখা দিলে
বাচ্চা অস্বস্তি অনুভব করলে
সতর্কতা (Disclaimer):
এই আর্টিকেলে উল্লেখিত ঔষধ শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার জন্য। আর্টিকেলটি শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উল্লেখ্য ডোজ সমূহ সাধারণ নির্দেশিকা, যা বাচ্চার অবস্থা ভেদে পরিবর্তন হতে পারে। সঠিক মূল্যায়ন ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বার ১:
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা। রবি, মঙ্গল ও বৃহস্পতি — বিকেল ৬:০০–৮:০০
সিরিয়ালের জন্য: 01755515556
চেম্বার ২:
ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন
2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১। শনি, সোম ও বুধ — সন্ধ্যা ৭:৩০–৯:৩০
সিরিয়ালের জন্য: 01333702755
অনলাইন কনসালটেশন: 01671652589 (Whatsapp)
Share via:
