শিশুদের চোখ উঠা (কনজাংটিভাইটিস): লক্ষণ, চিকিৎসা ও পরিচর্যা
কনজাংটিভাইটিস কি?
কনজাংটিভাইটিস বা চোখ উঠা হলো চোখের কনজাংক্টিভা (চোখের পাপড়ির অভ্যন্তরীণ স্তর) প্রদাহ।
এর বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে:
সংক্রমণ (ইনফেকশন) – ব্যাকটেরিয়া বা ভাইরাস
এলার্জি (অ্যালার্জিক)
চোখে ধুলো বা অন্যান্য অদৃশ্য পদার্থ
ব্যথা বা আঘাত
শিশুদের ক্ষেত্রে মূলত সংক্রমণ ও এলার্জি চিকিৎসার প্রয়োজন হয়।
সংক্রমণ কিভাবে হয়?
জীবাণু আক্রান্ত হাত দিয়ে চোখ কচলানো।
জীবাণু আক্রান্ত পানি দিয়ে চোখ ধোয়া।
হাঁচি বা কাশি থেকে জীবাণু ছড়ায়।
সতর্কতা: অপরিষ্কার হাত চোখে দিবেন না। কলের পানি দিয়ে চোখ ধোয়া পরিহার করুন।
সংক্রমণের প্রকারভেদ
| বয়স/প্রাপ্তবয়স্ক | ব্যাকটেরিয়াল | ভাইরাল | এলার্জিক |
|---|---|---|---|
| শিশু | ৮০% | ২০% | কিছু ক্ষেত্রে |
| এডাল্ট | ৪০% | ৩৫% | ২৫% |
লক্ষণ ও উপসর্গ
চোখ দিয়ে পানি ঝরা
চোখে লাল ভাব
চোখে হলুদ বা সাদা ময়লা, কখনও চোখ বন্ধ হয়ে যাওয়া
হালকা জ্বর
গলা ব্যথা, কাশি, নাক দিয়ে পানি ঝরা
চোখে চুলকানি বা অস্বস্তি
চিকিৎসা (ইনফেকশন জনিত কনজাংটিভাইটিসের জন্য)
চিকিৎসা নির্দেশিকা:
| ঔষধ | প্রয়োগ | সময়কাল | মন্তব্য |
|---|---|---|---|
| আইভেন্টি / অপ্টিমক্স 0.5% চোখের ড্রপ | ১ ফোটা | প্রতি ৪ ঘন্টা অন্তর ৪ দিন, তারপর প্রতি ৬ ঘন্টা অন্তর ৬ দিন | সকল বয়সের শিশু |
| অপ্টিমক্স 0.5% চোখের মলম | চোখের পাতার পাপড়ির সংযোগ স্থলে | প্রতি রাতে ১ বার – ১০ দিন | ঘুমানোর আগে ১ বার |
যদি পানি বেশি ঝরে বা চুলকানি হয়, এন্টি-হিস্টামিন প্রয়োগের প্রয়োজন হতে পারে। প্রাথমিক চিকিৎসার আর্টিকেল দ্রষ্টব্য।
পরিচর্যা
ফোটানো বা ফিল্টার করা বিশুদ্ধ পানি দিয়ে চোখের ময়লা পরিষ্কার করুন। কলের পানি ব্যবহার করবেন না।
ঠান্ডা কমপ্রেস: বিশুদ্ধ পানি বা বরফ নিয়ে পরিষ্কার রুমালে হালকা প্রেস করুন, দিনে ২ বেলা, ৫ মিনিট করে।
আক্রান্ত শিশুকে স্কুল বা কোচিং এ পাঠাবেন না এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে যায়।
প্রতিবার চোখে হাত দেয়ার পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
সতর্কতা (Disclaimer):
- এই আর্টিকেলে উল্লেখিত ঔষধ শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার জন্য।
- আর্টিকেলটি শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
- এখানে উল্লেখ্য ডোজ সমূহ সাধারণ নির্দেশিকা, যা বাচ্চার অবস্থা ভেদে পরিবর্তন হতে পারে।
- সঠিক মূল্যায়ন ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon
চেম্বার ১:
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা। রবি, মঙ্গল ও বৃহস্পতি — বিকেল ৬:০০–৮:০০
সিরিয়ালের জন্য: 01755515556
চেম্বার ২:
ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন
2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১। শনি, সোম ও বুধ — সন্ধ্যা ৭:৩০–৯:৩০
সিরিয়ালের জন্য: 01333702755
অনলাইন কনসালটেশন: 01671652589 (Whatsapp)
Share via:
