নবজাতকের ঘন ঘন পায়খানা - কতটা স্বাভাবিক?

অনেকে মনে করেন জন্মের পর বাচ্চাদের দিনে ২০–২৫ বার পায়খানা হওয়া স্বাভাবিক, আবার কেউ বলেন ৩ মাস অপেক্ষা করতে হবে। কারও মতে ঘা হয়ে গেলেও অপেক্ষা করা উচিত। আসলে এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। জন্মের পর প্রথম কয়েক মাসে বুকের দুধ খাওয়া বাচ্চাদের দিনে অনেকবার পায়খানা হওয়া স্বাভাবিক, এমনকি সেটা ১০–২০ বারও হতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তবে কিছু ক্ষেত্রে এটা ল্যাক্টোজ ইনটলারেন্স বা অন্য সমস্যার কারণে হতে পারে। অনেক শিশুর কোলিকও থাকতে পারে।
যেসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন:
১. সঠিকভাবে ওজন না বাড়া
২. অতিরিক্ত কান্না বা ঘুমের সমস্যা
৩. পেট ব্যথা বা অস্বস্তি
৪. বারবার পায়খানার কারণে মলদ্বার বা আশেপাশে র্যাশ/ঘা হওয়া
২. অতিরিক্ত কান্না বা ঘুমের সমস্যা
৩. পেট ব্যথা বা অস্বস্তি
৪. বারবার পায়খানার কারণে মলদ্বার বা আশেপাশে র্যাশ/ঘা হওয়া
এই ধরনের সমস্যা থাকলে ল্যাক্টোজ ইনটলারেন্স বা অন্য রোগ থাকতে পারে। কোলিক শিশুদের ক্ষেত্রে অনেক সময় পায়খানা ও প্রস্রাব পরীক্ষায় ইনফেকশনও ধরা পড়ে।
গুরুত্বপূর্ণ পরামর্শ
জন্মের পর ৩–৪ মাস বাচ্চা কান্না করবে বা পেট ব্যথায় কষ্ট পাবে – এতে কোনো চিকিৎসার প্রয়োজন নেই – এ ধরনের ভ্রান্ত ধারণা পরিহার করা উচিত। শিশুর সমস্যা মনে হলে দ্রুত ভালো ডাক্তার দেখানো জরুরি।
আমার অভিজ্ঞতায় এরকম অনেক কেইস চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ ৮০–১০০% ভালো হয়েছে।
ডা: আদনান আল বিরুনী
এমবিবিএস, এমএস (শিশু সার্জারী)
এসসিএইচপি (শিশু রোগ – অস্ট্রেলিয়া)
শিশু সার্জন ও শিশু রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, এমএস (শিশু সার্জারী)
এসসিএইচপি (শিশু রোগ – অস্ট্রেলিয়া)
শিশু সার্জন ও শিশু রোগ বিশেষজ্ঞ
Share via: