টনসিল বিষয়ে কিছু প্রশ্ন-উত্তর

– অনেক রোগী এসে বলেন, আমার বাচ্চার টনসিল হয়েছে/আমার টনসিল হয়েছে। আসলে টনসিল কোন রোগের নাম নয়। টনসিল হচ্ছে শরীরের একটি অংশ যা প্রতিটা মানুষের মুখ-গহবরের ভেতরে থাকে। সবচেয়ে বড় টনসিল জিহবার পেছন দিকে দুইপাশে দুইটি থাকে। এছাড়া নাকের পেছনের দিকে, জিহবার গোড়ায়ও ছোট ছোট টনসিল থাকে। টনসিলে যখন ইনফেকশন/সংক্রমণ হয়, সেই অসুখকে বলে টনসিলাইটিস।
– এটা পুরোপুরি সত্য নয়। যদিও টনসিল আমাদের শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, কিন্তু বারবার সংক্রমণ বা বড় টনসিল থাকলে অপারেশন (টনসিলেকটমি) প্রয়োজন হয়। গবেষণায় দেখা গেছে, টনসিল অপারেশন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না। শরীরের অন্যান্য ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধকারী) ঠিকই কাজ চালিয়ে নিতে পারে।
– না, টনসিলাইটিস হলে সবসময় অপারেশন একমাত্র চিকিৎসা না। বেশিরভাগ ক্ষেত্রে, সাধারণত ৭০-৯৫ ভাগ ক্ষেত্রেই কনজারভেটিভ/অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমেই রোগী সুস্থ হয়ে যায়।
– ৫% থেকে ১৫% ক্ষেত্রে অপারেশন বিবেচনা করা হয়। যখন রোগী বছরে ৭টি বা তার বেশি সংক্রমণ এর সম্মুখীন হন, অথবা প্রতি বছর ৫টি সংক্রমণ দুই বছর ধরে থাকে কিংবা প্রতি বছর ৩টি সংক্রমণ ৩ বছর ধরে থাকে, তখন অপারেশন বিবেচনা করা হয়। অপারেশন সাধারণত শিশুদের ক্ষেত্রে অধিক কার্যকর। এছাড়া টনসিল অতিরিক্ত বড় হয়ে ঘুমের সমস্যা হলেও অপারেশন করা প্রয়োজন হতে পারে।
লিখেছেনঃ
Dr. Ashraful Islam Razib
MBBS, FCPS (ENT), MCPS (ENT)
BCS (Health), CCD (BIRDEM)
Consultant ENT
National Institute of Ear, Nose
And Throat (ENT), Bangladesh.

০১৩৩২-৮৩৮০৩২

০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)


Share via: