ডেংগু জ্বরঃ উপসর্গ ও করণীয়

dengue
ডেংগু জ্বরকে এর ভয়াবহতার ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা হয়েছে।

১। সাধারণ ডেংগু জ্বর (গ্রুপ-এ) – বাসায় চিকিৎসা

২। ওয়ার্নিং সাইন সহ ডেংগু (গ্রুপ-বি) – হাসপাতালে চিকিৎসা

৩। সিভিয়ার ডেংগু (গ্রুপ-সি) – ইমার্জেন্সী চিকিৎসা

 
উপসর্গঃ

সাধারণ ডেংগু জ্বর (গ্রুপ-এ) এর লক্ষণ সমূহঃ

ওয়ার্নিং সাইন (গ্রুপ-বি): উপড়ের উপসর্গ গুলোর সাথে নিন্মের উপসর্গ যুক্ত হলে গ্রুপ-বি রোগী। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে।

সিভিয়ার ডেংগু (গ্রুপ-সি)

করণীয়ঃ

ডেংগুকে ভয় না পেয়ে সচেতনতাই পারে ডেংগু থেকে আপনার রোগীকে সেইফ করতে। তাই ডেঙ্গুকে বিস্তারিত জানুন এবং কোন ঝুকি (ওয়ার্নিং সাইন) খেয়াল করলে হাসপাতালে ভর্তি করুন।

© Dr-Adnan Al Berunie

MBBS, MS (Pediatric Surgery)

SCHP (Paediatrics) Australia, CCD

Child Specialist & Pediatric Surgeon

চেম্বারঃ 

আল-মারকাজুল ইসলামী হাসপাতাল

২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।

রবি, মংগল ও বৃহ, বিকেল ৫ঃ০০ – ৭ঃ০০

সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556

ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন 

2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১। 

শনি, সোম ও বুধবার, সন্ধা ৭ঃ৩০ – ৯ঃ৩০ 

সিরিয়ালের জন্য কল করুনঃ 01333702755

অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd

Share it in social platform
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!