দাঁতের ক্ষয়

tooth decay

দাতের ক্ষয়, tooth decay বা dental caries – শিশুদের দাঁতের খুব কমন একটা সমস্যা। চলুন, আজ এই ক্ষয়ের বিষয়ে কিছু জেনে নিই।

কেনো দাঁত ক্ষয় হয়?

মূলত দাঁতের ক্ষয় একটি multifactorial disease, অর্থাৎ কয়েকটি factor মিলিতভাবে এই রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। “ফার্মেন্ট হয় এমন শর্করাযুক্ত খাবার” মুখে “দন্তক্ষয়কারী জীবাণুর উপস্থিতিতে” “ক্ষয়প্রবণ দাঁতের ওপর” “দীর্ঘ সময় ধরে” অবস্থান করলে দাঁত ক্ষয় শুরু হয়।

শিশুদের ক্ষেত্রে দাঁত ক্ষয়ের এমন অনুকূল পরিবেশ সৃষ্টি হয় যখন –

* শিশুর অভিভাবক দাঁতের গুরুত্ব, দাঁত মুখের যত্ন বিষয়ে অজ্ঞ ও অসচেতন। দাঁত মুখ পরিষ্কার করার সঠিক পদ্ধতি, সঠিক সময়, চেকআপ কিছুই ঠিকভাবে অনুসরণ করা হয় না।

* শিশুর দৈনন্দিন খাবার জুড়ে থাকে কেবল চিনি, সুজি, মিছরি, পাউরুটি, বিস্কিট, কেক, চকলেট, ক্যান্ডি, জুস, চিপস, আইসক্রিম, সফট ড্রিংকস, বিভিন্ন প্যাকেটজাত খাবার ইত্যাদি। অর্থাৎ যতো সব উচ্চমাত্রার শ্যুগারযুক্ত এবং দাঁতে লেগে থাকার মতো খাবার।

* শিশুকে ঘুমন্ত অবস্থায় ফিডার দিয়ে দুধ, এটা সেটা মেশানো দুধ, মিছরি পানি, জুস, সুজি ইত্যাদি খাওয়ানো হয়।

* শিশু ঘুমের মাঝে ক্ষুধা পেয়ে জেগে গেলে দুধ, বিস্কিট, কেক এই ধরণের চিনিযুক্ত, আঠালো খাবার খাওয়ানো হয়, যা খেয়ে শিশু মুখের ঐ অবস্থা নিয়েই ঘুমিয়ে পড়ে।

* শিশু অভ্যাসবশত রাতে ফিডার খেতে খেতে ঘুমিয়ে পড়ে।

* ফ্রুট পেসিফায়ারে করে লম্বা সময় ধরে মিষ্টি কিছু খেতে দেওয়া হয়।

* গর্ভাবস্থায় মায়ের দাঁত মুখের যত্ন, পুষ্টি নিশ্চিত করতে অবহেলা করা হয়।

* শিশু নিজেই দাঁত মুখ পরিষ্কারের ব্যাপারে অসহযোগি এবং এই অবস্থা পরিবর্তনের সকল, I repeat, সকল চেষ্টা ব্যর্থ হয়েছে।

শিশুর দাঁত ক্ষয় হলে কী করবো?

দাঁতে সমস্যা, দাঁতের ডাক্তারের (বিডিএস) কাছে নিয়ে যাবেন। সোজা কথা।

একটু বোঝা উচিত, দাঁতের ক্ষয় মানে শুধু দাঁতটাই ক্ষয় হচ্ছে, তা নয়। এটি বিভিন্নভাবে শিশুর শরীর এমনকি মনেরও ক্ষতি করছে। কিছু ক্ষেত্রে প্রাণঘাতীও হয়ে উঠতে পারে এই দন্ত ক্ষয়! এসব বিষয়ে গ্রুপে আগেই লিখেছি।

“ঘরোয়া উপায়ে সারানো যায় না?”, “এই দাঁত পড়ে গেলে তো ভালো দাঁত উঠবেই” এসব অলীক আশায় থেকে সন্তানের দাঁত এবং ভবিষ্যৎ আরও নষ্ট না করে দ্রুততম সময়ে চিকিৎসা নেওয়ার ব্যাপারে অভিভাবকদের বোধোদয় জরুরি। 

© Dr. Iffat Samrin Muna, Dental surgeon.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Share via
Copy link