দুধ দাঁতের পরিচর্যার গুরুত্ব

dental blog 12

“বাচ্চাদের দাঁত তো একসময় পড়েই যাবে। এর অত খেয়াল রাখার কী দরকার?” – আমাদের অনেকেরই চিন্তাধারা এমন। কিন্তু এমন ভাবা কি সঠিক? শিশুর দাঁত কি এতই গুরুত্বহীন!? চলুন বোঝার চেষ্টা করি, শিশুর দুধ দাঁতের যত্ন নেওয়া এবং প্রয়োজনমতো চিকিৎসা করানো কেন দরকার।

মোট কথা শিশুর দুধ দাঁত ক্ষণস্থায়ী হলেও তা যথেষ্ট গুরুত্ববহ। বরং দুধ দাঁতের বহিরাবরণ (enamel) তুলনামূলক পাতলা, ছোট বাচ্চারা মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করে এবং তারা নিজেনিজে দাঁতের সঠিক যত্নও নিতে পারে না- এসব কারণে প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদের দাঁতের দিকে কিছুটা বেশিই নজর রাখতে হয়। মুখগহ্বর ও দাঁতের চিকিৎসা বা চেকআপের পূর্বে অবশ্যই নিশ্চিত হয়ে নিন আপনার ডাক্তার ন্যুনতম BDS ডিগ্রিধারী রেজিস্টার্ড ডেন্টাল সার্জন কিনা। মনে রাখবেন, BDS নয়, তো ডেন্টাল সার্জন নয়।

লিখেছেন- 

ডা. ইফফাত সামরিন মুনা, ডেন্টাল সার্জন। 

5 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Share via
Copy link