দাঁতের যত্ন

dentistry min 925x425

দাঁতের যত্নের সবটা আসলে লিখে বোঝানো সম্ভব না। খুঁটিনাটি অনেক বিষয় বোঝানোর আছে, হাতে কলমেও শেখার আছে। আবার একেক বাচ্চার অবস্থা দেখে কিছু বিশেষ পরামর্শও দেওয়ার দরকার হয়। এখানে যত্নের ব্যাপারে একেবারে সাধারণ, মৌলিক কিছু তথ্য তুলে ধরছি। দাঁতের যত্ন বলতেই মাথায় আসে শুধু দাঁত ব্রাশ করার কথা। কিন্তু না, সেটা তো করবেন দাঁত ওঠার পর। শিশুর দাঁতের যত্ন শুরু করতে হয় তার জন্মেরও আগে –

দাঁত মুখ পরিষ্কার করা: 

খাদ্যাভ্যাস:

বাচ্চা এক বা দুই বেলা দাঁত ব্রাশ করছে, খুব যত্ন হচ্ছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। ওদিকে তার দৈনন্দিন খাবার জুড়ে সুজি, মিছরি, চিনি, পাউরুটি, বিস্কিট, কেক! বাইরে গেলেই কিনে দেওয়া হচ্ছে চকলেট, ক্যান্ডি, আইসক্রিম, জুস, এমনকি সফট ড্রিংকস! এভাবে হয় না আসলে। শরীরের অন্যান্য অঙ্গের মতো দাঁত, মুখকেও সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জরুরি। 

বদভ্যাস: কিছু খারাপ ও ক্ষতিকর অভ্যাস আছে যা শিশুর দাঁত, মুখ, চোয়ালের ক্ষতি করে। এগুলো প্রতিরোধ করা-ও দাঁতের যত্নের অন্তর্ভুক্ত। খারাপ অভ্যাসগুলো হলো –

ডেন্টাল চেকআপ: দাঁতের সঠিক যত্নের একেবারে অবিচ্ছেদ্য কিন্তু সবচেয়ে অবহেলিত অংশ এটি। ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দাঁত মুখের চেকআপ করানো কেনো দরকার, কবে থেকে শুরু করতে হয়, ইত্যাদি আগে একটি পোস্টে লিখেছি তাই এখানে আর বিস্তারিত লিখবো না। ডেন্টাল চেকআপ আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন 

© ডা. ইফফাত সামরিন মুনা, ডেন্টাল সার্জন। 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Share via
Copy link