এটাচমেন্ট ও পজিশন

নতুন মায়েদের অন্যতম অভিযোগ বাচ্চা দুধ পায়না। এজন্য অনেকে ফর্মুলাও দিয়ে দেন। এর একটা প্রধান কারণ এটাচমেন্টে সমস্যা। নবজাতক বাচ্চাদের আরেকটি কমন সমস্যা পেটে গ্যাস, পেট মোচড়ানো এবং কান্না করা। বুকের দুধ খাবার সময় ঠিকঠাক এটাচমেন্ট না হওয়ায় বাচ্চা দুধের থেকে বেশি বাতাস খেলে ফেলে। সেই অতিরিক্ত গ্যাস বাচ্চার সমস্যার কারন হয়। এই সমস্যা দুটোরই সমাধান হতে পারে সঠিক এটাচমেন্টে বুকের দুধ খাওয়ালে।
সঠিক এটাচমেন্ট এর নিয়ম কানুনঃ
বাচ্চাকে কোলে এমন ভাবে নিতে হবে যেন বাচ্চার পিঠ সোজা থাকে।
বাচ্চাকে মায়ের শরীরের সাথে লাগিয়ে রাখতে হবে।
বাচ্চার নাক থাকবে মায়ের নিপল বরাবর।
মাথা ও ঘাড় হাতের উপড় এমন ভাবে থাকবে যেন বাচ্চা মাথা নড়াতে পারে।
বাচ্চার মাথা তার পেট থেকে উচুতে থাকবে।
এমন অবস্থায় বাচ্চার উপড়ের ঠোটে আপনার নিপল লাগাবেন এতে বাচ্চা খাওয়ার জন্য হা করবে।
বাচ্চা অবশ্যই খাওয়ার জন্য বড় করে মুখ হা করতে হবে।
এ সময় এমন ভাবে বাচ্চাকে স্তন দিতে হবে যেন এরিওলার (নিপলের চারিদিকে কালো অংশ) বেশির ভাগ বাচ্চার মুখের ভেতর যায়।
নিপলের ডাইরেকশন থাকবে বাচ্চার তালুর দিকে।
বাচ্চার নিচের ঠোট বাইরের দিকে থাকবে।
বাচ্চার থুতনি স্তনের সাথে লেগে থাকবে।
মা এবং বাচ্চা উভয়ের পজিশন এমন হবে যেন আরাম করে বাচ্চা দুধ খেতে পারে এবং মা এভাবে লম্বা সময় দুধ খাওয়াতে পারে।
কিছু লক্ষণ যা দেখে বুঝবেন এটাচমেন্ট ঠিক আছেঃ
স্তনের বড় একটা অংশ বাচ্চার মুখের ভেতর থাকবে
বাচ্চার থুতনি স্তন স্পর্শ করবে
বাচ্চার মুখ বড় করে হা করা থাকবে
বাচ্চার নিচের ঠোট বাইরের দিকে থাকবে
বাচ্চা দুধ খাওয়া অবস্থায় আপনি তাকালে আপনার স্তনের এরিওলা বা কালো অংশ বাচ্চার মুখের নিচের দিকের তুলনায় উপরের দিকে বেশি দেখতে পাবেন।
বাচ্চা যখন দুধ খাবে তখন আপনি ব্যাথা পাবেন না (যদি অন্য সমস্যা না থাকে)
নিপল বা বোটার রঙ বা শেপ খাওয়ার পর পরিবর্তন হবে না
বাচ্চা ঢোক গিলছে এবং খাচ্ছে আপনি বুঝতে পারবেন।
খাওয়ার সময় আলাদা শব্দ হবে না।
খাওয়া শেষ হওয়ার পর ব্রেষ্ট হালকা লাগবে।
ব্রেষ্ট ফিডিং পজিশনঃ
আমাদের দেশের মায়েরা মনে করেন ব্রেষ্ট ফিডিং পজিশন মাত্র ২ টা। একটা বসে খাওয়ানো এবং একটা শুয়ে খাওয়ানো। যেটা একদম ভুল ধারণা। এর বাইরেও বেশ কিছু কমন মেথড রয়েছে যেগুলো ছবিতে দেয়া হলো। যে বাচ্চা শুয়ে খেতে পারে না বা শুয়ে খাওয়াতে গেলে বিষম খায় তাকে অবশ্যই লেইড ব্যাক পজিশন ট্রাই করবেন।

MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia, CCD
Child Specialist & Pediatric Surgeon46
চেম্বারঃ
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
রবি, মংগল ও বৃহ, বিকেল ৫ঃ০০ – ৭ঃ০০
সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556
ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন
2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১।
শনি, সোম ও বুধবার, সন্ধা ৭ঃ৩০ – ৯ঃ৩০
সিরিয়ালের জন্য কল করুনঃ 01333702755
অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd
Share via: