About us
Child Disease Care is a trusted online platform dedicated to providing parents with accurate and evidence-based information on childhood diseases and overall child health. Our mission is to empower parents with the knowledge they need to make informed decisions about their child’s care, prevention, and treatment.
We have our own team of experienced doctors who offer both online and offline (chamber) consultations. This allows parents to access expert medical advice either from the comfort of their home or through in-person visits.
All our content is based on reliable medical sources and the latest research. However, the information provided here is not a substitute for direct medical consultation. We encourage parents to seek professional advice from our doctors before making any decisions regarding their child’s health.
Our Key Objectives:
- Raise awareness among parents about child health
- Provide reliable and easy-to-understand medical information
- Offer online and offline healthcare services through our own registered doctors
About Us (বাংলা)
Child Disease Care শিশুদের রোগ ও স্বাস্থ্য বিষয়ক একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম, যা অভিভাবকদের জন্য তৈরি। আমাদের লক্ষ্য হলো শিশুদের রোগ, প্রতিরোধ, চিকিৎসা এবং যত্ন সম্পর্কিত সঠিক ও প্রমাণভিত্তিক তথ্য প্রদান করা, যাতে অভিভাবকরা সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।
আমাদের রয়েছে নিজস্ব অভিজ্ঞ ডাক্তার টিম, যাদের কাছ থেকে অনলাইন ও অফলাইন (চেম্বার) কনসালটেশন নেওয়া যায়। এতে অভিভাবকরা ঘরে বসেই বা সরাসরি চেম্বারে গিয়েও শিশুর জন্য বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারেন। আমাদের সমস্ত কন্টেন্ট বিশ্বস্ত চিকিৎসা সূত্র এবং আধুনিক গবেষণার ভিত্তিতে প্রস্তুত। তবে অনলাইনে দেয়া তথ্য সরাসরি চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়—তাই শিশুর স্বাস্থ্যের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ডাক্তারদের সাথে পরামর্শ করতে উৎসাহিত করা হয়।
আমাদের মূল লক্ষ্য:
- অভিভাবকদের শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি
- নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রদান
- নিজস্ব ডাক্তারদের মাধ্যমে অনলাইন ও অফলাইন চিকিৎসা সেবা প্রদান
Share via: