টায়ফয়েড টীকা কি নিরাপদ?

টায়ফয়েড টীকা (TCV) কি নিরাপদ?
টিসিভি (Typhoid Conjugate Vaccine) পুরোপুরি নিরাপদ ও বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত একটি টীকা।
  • WHO অনুমোদিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০১৮ সালেই টিসিভিকে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর বলে স্বীকৃতি দিয়েছে।
  • বিশ্বব্যাপী ব্যবহার: ইতোমধ্যে ভারত, নেপাল, পাকিস্তান, লাইবেরিয়া, জিম্বাবুয়ে, মালাউইসহ অনেক দেশে লাখ লাখ শিশুকে এই টীকা দেয়া হয়েছে—কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি
  • মাত্র ১ ডোজেই দীর্ঘমেয়াদি সুরক্ষা: টিসিভি একবার দিলে অন্তত ৪–৫ বছর বা তার চেয়েও বেশি সময় রোগ থেকে রক্ষা করে
  • কয়েক ধাপের পরীক্ষা-নিরিক্ষার পরই এটা অনুমোদন পেয়েছেঃ এটি মানবদেহে প্রয়োগের আগে বহুস্তর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর অনুমোদন পেয়েছে। ল্যাবরেটরি রিসার্চ, ৩ ফেইজে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের পর্যালোচনার পর টীকাটি মানবদেহে প্রয়োগের অনুমতি পেয়েছে।
পার্শ্বপ্রতিক্রিয়া হলে কেমন হয়?
যেগুলো দেখা যায়, সেগুলো খুবই সাধারণ এবং ১-২ দিনের মধ্যেই ঠিক হয়ে যায়:
  • হালকা জ্বর
  • ইনজেকশনের স্থানে ব্যথা বা লালচে ভাব
  • ক্লান্তিভাব বা দুর্বলতা
এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ঠিক যেভাবে অন্য টিকাগুলোতেও হয়ে থাকে, ঠিক তেমনই — এবং কোনো গুরুতর জটিলতা দেখা যায় না।
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!