দেরিতে দাঁত ওঠা

সাধারণত ৬ মাস বয়স থেকে শিশুদের প্রাইমারি দাঁত আসা শুরু হয়। ৬ থেকে ১২ মাসের মধ্যে প্রথম দাঁত চলে আসে। আবার কারও কারও ৪ মাসেও দাঁত চলে আসতে দেখা যায়। ১৮ মাস পর্যন্ত স্বাভাবিকভাবেই দেরি হতে পারে। যেসব কারণে দাঁত উঠতে দেরি হতে পারে বা না-ও উঠতে পারে:
প্রিম্যাচিওর জন্ম নেওয়া
জন্মের সময় ওজন কম থাকা
বংশগত
মাড়ি অত্যধিক পুরু থাকা
দাঁত তৈরিই না হওয়া
চোয়ালে বিনাইন টিউমারের উপস্থিতি
চোয়ালে বড়ো ধরণের আঘাত লাগা
গর্ভে থাকাকালীন বা ছোটো বয়সে পুষ্টিহীনতা
দাঁতের ডেভেলপমেন্টে অস্বাভাবিকতা, যেমন – ক্লিডোক্রেনিয়াল ডিসপ্লাসিয়া, এক্টোডার্মাল ডিসপ্লাসিয়াস, রিজিওনাল ওডোন্টোডিসপ্লাসিয়া।
হরমোনে সমস্যা যেমন – হাইপোথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপোপিট্যুইটারিজম।
বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার, যেমন – ডাউনস সিনড্রোম, এপার্ট সিনড্রোম, এলিস ভ্যান ক্রিভেল্ড সিনড্রোম।
ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস – শিশুর দাঁত নেই দেখে শুধু তরল আর ব্লেন্ডেড অর্ধতরল খাবার খাওয়াতে থাকা, মাড়ি ব্যবহারের সুযোগই না দেওয়া।
তাহলে ডাক্তার দেখানো কি জরুরি? কখন দেখাবো?
দাঁত উঠুক বা না উঠুক, ১২ মাস বয়সের মধ্যে বাচ্চাকে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে নিয়ে যেতে হবে।
– ডা. ইফফাত সামরিন মুনা, ডেন্টাল সার্জন।
Share via: