দেরীতে দাত ওঠা

দেরিতে দাঁত ওঠা

tooth

সাধারণত ৬ মাস বয়স থেকে শিশুদের প্রাইমারি দাঁত আসা শুরু হয়। ৬ থেকে ১২ মাসের মধ্যে প্রথম দাঁত চলে আসে। আবার কারও কারও ৪ মাসেও দাঁত চলে আসতে দেখা যায়। ১৮ মাস পর্যন্ত স্বাভাবিকভাবেই দেরি হতে পারে। যেসব কারণে দাঁত উঠতে দেরি হতে পারে বা না-ও উঠতে পারে:

তাহলে ডাক্তার দেখানো কি জরুরি? কখন দেখাবো?

দাঁত উঠুক বা না উঠুক, ১২ মাস বয়সের মধ্যে বাচ্চাকে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে নিয়ে যেতে হবে। 

– ডা. ইফফাত সামরিন মুনা, ডেন্টাল সার্জন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Share via
Copy link