anorexia
শিশুর অরুচির কারণ সমূহঃ  
 
১. সংক্রমণ বা তীব্র অসুস্থতা (Infections & Acute Illnesses):
২. দীর্ঘস্থায়ী বা স্থায়ী রোগ (Chronic illnesses):
৩. পরজীবী সংক্রমণ (Parasitic infestations):
৪. হরমোন ও এনডোক্রাইন সমস্যা (Hormonal / Endocrine disorders):
৫. পুষ্টি-সংক্রান্ত সমস্যা (Nutritional causes):
৬. মনস্তাত্ত্বিক ও আচরণগত কারণ (Psychosocial & Behavioral causes):
. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া (Drug side effects):
৮. দাঁতের সমস্যা (Teething & Dental issues):
৯. পরিবেশগত কারণ:

বাচ্চার অরুচি দীর্ঘস্থায়ী হলে নির্ভরযোগ্যভাবে কারণ চিহ্নিত করার জন্য কিছু বিশেষ পরীক্ষা করা দরকার হতে পারে। এছাড়া চিকিৎসা প্রয়োজন হওয়া ও তার ধরন নির্ভর করে কারণ ও উপসর্গের উপর। 

যে সকল পরীক্ষা করা যেতে পারে:
 
১. সাধারণ রক্ত পরীক্ষা:
২. পুষ্টি সম্পর্কিত পরীক্ষা:
৩. পায়খানা পরীক্ষা (Stool R/M/E):
৪. প্রস্রাব পরীক্ষা (Urine R/M/E & Culture)
 
৫. থাইরয়েড ফাংশন টেস্ট:
৬. লিভার ও কিডনি ফাংশন টেস্ট (LFT, RFT):
৭. বুকের এক্সরে এবং টিবি পরীক্ষা
৮. পেটের আল্ট্রাসনোগ্রাম
চিকিৎসা কখন প্রয়োজন:

চিকিৎসা প্রয়োজন যদি নিচের যেকোনোটি লক্ষণ থাকে:

কি ধরণের চিকিৎসা প্রয়োজন:

চিকিৎসা নির্ভর করবে মূল কারণের উপর। নিচে কিছু সাধারণ চিকিৎসা পদ্ধতি দেওয়া হলো:

১. সুনির্দিষ্ট রোগের চিকিৎসা:
২. খাদ্যাভ্যাসে পরিবর্তন ও পুষ্টি পরামর্শ:
৩. অ্যাপেটাইজার ঔষধ:
৪. মনস্তাত্ত্বিক পরামর্শ (যদি প্রয়োজন হয়):

© Dr-Adnan Al Berunie

MBBS, MS (Pediatric Surgery)

SCHP (Paediatrics) Australia, CCD

Child Specialist & Pediatric Surgeon

চেম্বারঃ 

আল-মারকাজুল ইসলামী হাসপাতাল

২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।

রবি, মংগল ও বৃহ, বিকেল ৫ঃ০০ – ৭ঃ০০

সিরিয়ালের জন্য কল করুনঃ 01755515556

ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন 

2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১। 

শনি, সোম ও বুধবার, সন্ধা ৭ঃ৩০ – ৯ঃ৩০ 

সিরিয়ালের জন্য কল করুনঃ 01333702755 

অনলাইন কনসালটেশনঃ m.me/cdc.dhaka.bd

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Share via
Copy link