ডায়াপার র‍্যাশ (Diaper Rash) - কারণ, প্রতিরোধ ও চিকিৎসা

diaper rash

লম্বা সময় ডায়াপার পড়িয়ে রাখার কারণে ন্যাপি এরিয়ায় যে র‍্যাশ হয় সেটাই ডায়াপার র‍্যাশ নামে পরিচিত। ডায়াপার র‍্যাশ মূলত ‘ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিস’। এখনকার প্রায় সব বাচ্চাই ডায়াপার ব্যবহার করে এবং ডায়াপার র‍্যাশ দ্বারা কম বেশি সব বাচ্চাই আক্রান্ত হয়।

কিভাবে বুঝবেন?

  • জায়গাটা লালচে ও ফোলা দেখাবে

  • দানা দানা বা ছোট ছোট ফুসকুড়ি দেখা যেতে পারে

  • বাচ্চা ডায়াপার পরিবর্তনের সময় অস্বস্তি বা কান্না করতে পারে

উপরের লক্ষণগুলো থাকলে ধরে নেওয়া যায় — এটি ডায়াপার র‍্যাশ।

ডায়াপার র‍্যাশের কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা সংক্ষেপে দেয়া হলো।

কারণঃ

  • ভেজা ডায়াপারে দীর্ঘ সময় থাকা – প্রস্রাব বা পায়খানার আর্দ্রতা ত্বকের বাইরের স্তর ক্ষতিগ্রস্থ করে।

  • প্রস্রাব ও পায়খানার রাসায়নিক উপাদান– ত্বকে জ্বালাপোড়া ও প্রদাহ সৃষ্টি করে।

  • ওয়াইপসের অতিরিক্ত ব্যবহার – অনেক ওয়াইপসে থাকা অ্যালকোহল বা সুগন্ধি উপাদান ত্বকে ছোট ফাটল তৈরি করে যা পরবর্তীতে ইনফেকশনের কারণ হয়।

  • ফাংগাল (Candida) ইনফেকশন – ভেজা ও উষ্ণ জায়গায় সহজে হয়। অনেক সময় ডায়াপার র‍্যাশে এই ইনফেকশন যুক্ত হয়।

প্রতিরোধঃ

  • ব্যারিয়ার ক্রিম ব্যবহার করুনঃ জিঙ্ক অক্সাইড (কিউ-র‍্যাশ / ডি-র‍্যাশ ইত্যাদি) বা পেট্রোলিয়াম জেলি (ভ্যাজলিন) ক্রিম ডায়াপার এরিয়া সুরক্ষিত রাখে।

চিকিৎসাঃ

  • ওয়ার্ম কমপ্রেশন: এক কাপ কুসুম গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে তুলোয় নিয়ে আক্রান্ত জায়গায় ৫ মিনিট করে দিন, দিনে ৩–৪ বার। প্রতিবার কুসুম গরম পানির কমপ্রেশনের পর জায়গাটা আলতো করে শুকিয়ে নিন, ঘষবেন না।

  • ডায়াপার ফ্রি টাইম: যতটা সম্ভব ডায়াপার ছাড়া রাখতে চেষ্টা করুন।

  • ফানজিডাল এইচসি ক্রিম (প্রয়োজনে): দিনে ২ বার, ৫-৭ দিন ব্যবহার করা যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। স্বঃপ্রণোদিত হয়ে দীর্ঘদিন ব্যবহার করবেন না।

  • ৩ দিন পরও না কমলে:
    – ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্য ত্বকের সমস্যা থাকতে পারে।
    অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।


⚠️ সতর্কতা (Disclaimer):
এই আর্টিকেলে উল্লেখিত ঔষধ শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার জন্য।  আর্টিকেলটি শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উল্লেখ্য ডোজ সমূহ সাধারণ নির্দেশিকা, যা বাচ্চার অবস্থা ভেদে পরিবর্তন হতে পারে। সঠিক মূল্যায়ন ও চিকিৎসার জন্য  চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

 

© Dr-Adnan Al Berunie

MBBS, MS (Pediatric Surgery)

SCHP (Paediatrics) Australia, CCD

Child Specialist & Pediatric Surgeon

চেম্বার ১:
আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
🕔 রবি, মঙ্গল ও বৃহস্পতি — বিকেল ৬:০০–৮:০০
📞 সিরিয়ালের জন্য: 01755515556

চেম্বার ২:
ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন
2-A/1, দারুস সালাম রোড, মিরপুর-১।
🕢 শনি, সোম ও বুধ — সন্ধ্যা ৭:৩০–৯:৩০
📞 সিরিয়ালের জন্য: 01333702755

অনলাইন কনসালটেশন: 01671652589 (Whatsapp)

2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Zaman Arif
Zaman Arif
4 months ago

“This timely post offers essential insights every modern parent needs to know”

error: Content is protected !!
Share via
Copy link